প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Wednesday, September 25, 2013

শেফালীর দেশে ছিল বাড়ি ...





শেফালীর দেশে ছিল বাড়ি ...

দেবতার মেয়ে আজ নিঝ্‌ঝুম নীল তার শাড়ি
আকাশে দিয়েছে মেলে, তাই তাড়াতাড়ি
যেতে আজ চাইনা কোথাও, ধীরে ধীরে
হেঁটে হেঁটে  দূরান্তের নীলরং মাখি –
যেন আজ মহানীলে একাকী উধাও
হবো ওই অন্তহীন শাড়িটিরই মতো –
যেন ঐ জগদ্দল আকাশের দ্বারে
নীলপদ্ম হাতে নিয়ে একা তথাগত –
এসেছেন ডেকে নিতে কেবলি আমারে ...

তবু জানি এই সত্য - এইসব ছবির ওপারে
আবারো গ্রীষ্ম আসবে, দুঃসাশন ছিঁড়ে ফেলবে
দিগন্ত পেরোনো এই অন্তহীন নীলাম্বরী শাড়ি  
তখন আরেক সত্য ভুলে যাবে না’কি
পলকের জন্য হলেও শেফালীর দেশে ছিল বাড়ি? -

ঘুম ঘর