‘ফোঁস’
শ্রীরামকৃষ্ণ
যে সাপটিকে ছোঁবল
দিতে ‘না’
আর ‘ফোঁস্’ করতে
‘হ্যাঁ’
বলেছিলেন
সে’ই আমাদের ‘অহং’।
ঐ ‘অহং’ এর ছোঁবলেই
আমি আজ পলাতক,
জলদস্যু, আর
তোমার ‘অহং’ তুমি
কবর দিয়েছো বলে
মুহুর্মুহু আরশোলার
লাথি
জাগতিক প্রাপ্তি
তোমার ।
না, আর ছোঁবল নয় –
‘অহং’ এর কবর খোঁড়াও
নয় আর –
‘বেঁচে আছি’ - এটুকু
জানাতে
এসো আজ ‘ফোঁস’ করে
উঠি -