প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Friday, September 27, 2013

‘ফোঁস’





‘ফোঁস’

শ্রীরামকৃষ্ণ
যে সাপটিকে ছোঁবল দিতে ‘না’
আর ‘ফোঁস্‌’ করতে ‘হ্যাঁ’
বলেছিলেন
সে’ই আমাদের ‘অহং’।

ঐ ‘অহং’ এর ছোঁবলেই
আমি আজ পলাতক, জলদস্যু, আর
তোমার ‘অহং’ তুমি কবর দিয়েছো বলে
মুহুর্মুহু আরশোলার লাথি
জাগতিক প্রাপ্তি তোমার ।

না, আর ছোঁবল নয় –
‘অহং’ এর কবর খোঁড়াও নয় আর –
‘বেঁচে আছি’ - এটুকু জানাতে
এসো আজ ‘ফোঁস’ করে উঠি -

ঘুম ঘর