প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Friday, September 27, 2013

‘ফোঁস’





‘ফোঁস’

শ্রীরামকৃষ্ণ
যে সাপটিকে ছোঁবল দিতে ‘না’
আর ‘ফোঁস্‌’ করতে ‘হ্যাঁ’
বলেছিলেন
সে’ই আমাদের ‘অহং’।

ঐ ‘অহং’ এর ছোঁবলেই
আমি আজ পলাতক, জলদস্যু, আর
তোমার ‘অহং’ তুমি কবর দিয়েছো বলে
মুহুর্মুহু আরশোলার লাথি
জাগতিক প্রাপ্তি তোমার ।

না, আর ছোঁবল নয় –
‘অহং’ এর কবর খোঁড়াও নয় আর –
‘বেঁচে আছি’ - এটুকু জানাতে
এসো আজ ‘ফোঁস’ করে উঠি -

ঘুম ঘর