প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Tuesday, October 1, 2013

মীথ্‌’ এর ভূমিকা






মীথ্‌’ এর ভূমিকা

কবিতা, কল্পনালতা, সতীন সত্যের ।
তবুও সত্যের চেয়ে সত্য তুমি ঢের ।।
জেনেছিল ‘মিথ্যাবাদী বালক রাখাল’
মিথ্যা দিয়ে তাই এক অপরূপ জাল
গড়ে ডেকে নিয়েছিল গ্রামবাসীগনে
সত্য নির্মিত তার অনৃত-কথনে ।
অতএব এ জগতে সে’ই ‘আদিকবি’
তারি পথে গম্যমান হোমার, ভারবি।।


মীথ্‌’ও তাই মিথ্যা নয়, নিলাজ সত্যের
সতীন, লজ্জাবতী, শ্রান্ত পথিকের
নিবিড় আশ্রয় আর পথের ইশারা
তট ছুঁয়ে বয়ে যাওয়া দিব্য জলধারা।।



[ স্মরণঃ ভ্লাদিমির নবোকভ্‌ ]
 

ঘুম ঘর