প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Friday, October 4, 2013

দেবীকবচ



দেবীকবচ

মধুকৈটভ দৈত্যদলনী চন্ডী  ক্ষমাদায়িনী দুর্গারূপিনী চন্ডী
এসো হে শূল হাতে শারদ হিম রাতে এখানে মহাকাল বন্দী।।

দাও হে রূপ তুমি, অরূপ আলো দাও, মর্মে দাও স্পৃহা দাও – আত্মজয়
করার বল দাও – প্রকৃত যশ দাও – মোচন করো বৃথা লজ্জা ভয়।।

ধূম্রনেত্র সে অসুর বধ শেষে  ধর্ম অর্থ ও কামের বর
দাও হে দেবী আজ কেননা দেবতাও এখানে শয়তান, স্বার্থপর।।

রূপ ও অরূপের দ্বন্দ্ব মুছে দাও, জয়ের টীকা আঁকো ললাটময়
যশ ও অপযশ মিলেছে যেথা সেথা মিলুক জীবনের ক্ষয় অক্ষয়।।


ঘুম ঘর