প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, September 12, 2013

রাতপাখি





রাতপাখি


রাত এক পাখির মতো ডানাতে নেয় জড়িয়ে
আঁধারের সকল আলো নিরালোক পালক দিয়ে

নিয়ে যায় স্মৃতির পুঁথি পাতা ছিঁড়ে দূর তারাতে
শুধু তার দাগ রয়ে যায় পাগলের একতারাতে

পাগলের আকাশ জুড়ে সেই এক দূরের সুরে
গান বাজে অজান্তেই যেন কোন উদাসপুরে

পাগলের ডাক পরেছে ঘুমহীন রাতের ঘোরে
পাগলের উঠান ভরে আঁধারের পালক ওড়ে।।

ঘুম ঘর