প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Monday, September 9, 2013

ভুলগুলি






ভুলগুলি


ভুলগুলি পথের দুধারে
মহীরূহ হয়ে ওঠে ক্রমে ...
ফিরে যেতে ভয় লাগে, তাই
আহ্নিক গতির গহনে
দূরে যাই – আরেক বিভ্রমে –

কে তুমি বেসাত কর
শুধু ভুল আর কুহকের?
ঝোড়ো রাতে আলেয়ার মতো
দগ্ধ পথে টেনে আনো ফের?

ভুলগুলি মহীরূহ হয়ে
পথের দুপাশে ছিল বলে
পাওয়া গেছে ঘরখানি শেষে–
অন্ধকারে, রাতে, ঝড়ে-জলে -

ঘুম ঘর