প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Monday, September 9, 2013

নিরাশ্রয় আমার গমনে





নিরাশ্রয় আমার গমনে

আমার একজীবন ব্যর্থতার কিনারে
তুমি হয়ো এক গুলমোহরের গাছ,
লাল লাল ফুল আর ঝরে যাওয়া পাতার বাহারে
এপ্রিল থেকে জুন – বড়জোর জুলাই অবধি
ঢেকে দিয়ো অদ্যাবধি না শুকানো ক্ষত ও অসুখ –

অগাস্ট-আকাশ জুড়ে মেঘগুলি কাশ হয়ে জ্বলে উঠলে পরে
আমাকে শুনিয়ো গল্প – কামসূত্র, নীতিকথা, বিক্রম-বেতাল ...

দশমী ভাসান শেষে
আমার  ব্যর্থতা, ভ্রম, বাসনা ও পাপের কাহিনী
তুলে এনে যত্নে রেখো তোমার কোটরে –

পরের নিদাঘে যদি খরা কিংবা দৈব বজ্রপাতে
তুমিও নির্মূল হও তবে
তারাই কম্পাস হবে নিরাশ্রয় আমার গমনে ...

ঘুম ঘর