প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, September 12, 2013

মাঝি





মাঝি
সারাদিন চিঠির অপেক্ষাতে
কেটেছে
পিওন এলো রাতে

রাতে তার দুয়ার দেওয়া ঘরে
এসে সেই পিওন ধাঁধায় পরে
তবে কি এই ঠিকানায় নয়?
কিরকম ছম্‌ ছম্‌ ভয় ভয়
পিওনের রক্তে ওঠে দোলে
পিওনের নৌকা আঁধার জলে
ছেড়েযায় গ্রামের চেনা ঘাট
আঁধারে কেবল ভয়ের হাট –

পিওন আর যায়না কোনোখানে
জানেনা আর ঠিকানার মানে
সেই একলা দাওয়ার পরে
পিওন আজ নতুন বসত গড়ে –

পিওন আর চিঠির মাঝামাঝি
নাও বায় অচিন গাঙ্গের মাঝি।।

ঘুম ঘর