Octavio Paz এর ছায়ায় দু'টি -
মুখোমুখি শরীর দুখানি
মুখোমুখি শরীর দুখানি
দুটি ঢেউ
রাতে নীল সাগর, জলধি –
মুখোমুখি শরীর দুখানি
দুটি নুড়ি
রাতে ব্যাপ্ত হাহা মরুভূমি-
মুখোমুখি শরীর দুখানি
দুই মূল
রজনীর অন্ধকার জরি –
মুখোমুখি শরীর দুখানি
দুটি ছুরি
রাত্রি আনে ঝিকিমিকি দ্যুতি –
মুখোমুখি শরীর দুখানি
দুটি তারা
শূন্যতায় ঝরে যায়, জানি।।
[ Octavio Paz এর Two Bodies এর ছায়ায়]
বিদ্যুৎ
বিদ্যুচ্চমক না’কি মীন
সাগরের রাতে
আর পাখি, বিদ্যুৎ-চমক
রাত্রি বনানীতে।
হাড্ডিগুলি সে’ওতো বিদ্যুৎ
মাংসল রাতের অতলে
গো পৃথিবী, চরাচর রাত
জীবন-বিদ্যুৎ যায় জ্বলে।
[ Octavio Paz এর Live Interval এর ছায়ায়]