‘আমার নিজস্ব রাজনীতি...’
ইদানীং কবিতা লিখতে গেলে,
কবিতা নিয়ে লিখতে গেলে –
শুধু কবিতা কেন
যে কোনো নিয়ম মাফিক সুকুমার কলা ও বৃত্তির সামনে দাঁড়ালেই
আমার মধ্যে কাজ করে এক ধরনের অস্বস্তি, আরেক ধরনের হাহাকার –
ঈশ্বর, ধর্ম, সন্ন্যাস – ইত্যাদি শব্দও বাদ পড়েনা ঐ তালিকা থেকে
যেমন বাদ পড়েনা শেক্ষপীর থেকে রবীন্দ্রনাথ –
আনন্দ কিংবা মুক্তির যে মার্গেই এরা আমাকে নিয়ে যাক্ না কেন
তাতে কি এসে যায় ঐ কুষ্ঠ রোগীটির
‘জীবন কি’ না জানতেই যে জানলো নরকের যন্ত্রনা –
কি এসে যায় ঐ সব বালক বালিকাদের
যারা পাঁচ ফুট উঁচু দেওয়ালের বাইরে থেকে হাঁ করে চেয়ে দেখে
বাবু-বিবি’দের দিওয়ালী, দিল্লাগী, রংখেলা
কিংবা সাধন ভজন ...
নিজের ও অন্য প্রত্যেকের গালে চড় কষাতে পারিনা বলে
ঘুমিয়ে পড়ার আগে আবার প্রণাম জানাই সেই কবিকে
যে লিখেছিলঃ ‘আমার নিজস্ব রাজনীতি আজ এক গোপন সন্ত্রাস’।।