গর্ভের হৃত অন্ধকার
মৃত্যুর কিনারে একা মৎস্য শিকারীর মতো বসে আছি ‘উতল নির্জন’,
ছায়াগুলি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ঢেকে দিচ্ছে জীবনের সীমা,
চতুর্ভুজ –
ছিপ জুড়ে নেমে আসছে ক্লান্তি আর উৎসাহের অদম্য আঁধার...
এই ছিপে মাছ উঠবে না’কি উঠে আসবে কবেকার খোয়া যাওয়া জুতো
কিংবা
বালিকার হৃত অঙ্গুরীয় –
এ সমস্ত ভেবে ভেবে আড়চোখে দেখে নিচ্ছি চালচিত্রে ত্রিসন্ধ্যার
অপার মহিমা –
আমার পরিধি ঘিরে নেমে আসছে চুপে
আলোর যমজ বোন, গর্ভের হৃত অন্ধকার ...