শুদ্ধ সুসময়
“জল্লাদেরা জ্বাল দিচ্ছে মৃৎপাত্রে মারাত্মক বিষ –
ছায়াপাতে কেঁপে উঠছে নিভে আসা তোমার সময়!
তবু তুমি বাঁশি হাতে শেখো সুর! ওহে সক্রেটিস!
কি লাভ এ সুরে আর? – দন্ড দুই বৈ’তো আর নয়...”
“দন্ড দুই বৈ’তো আর নয় –
তাই এই দন্ড দু’য়ে যদি
সুরের নতুন সিঁড়ি পারি ছুঁয়ে যেতে –
আরো এক পারাণির কড়ি
জমা হবে দাহ্য এই মাটির ঝুলিতে –
আর কিছু নয়।
প্রকৃত পথিক জানে
প্রতিটি লগ্নই তার
গমনের শুদ্ধ সুসময়...”