প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Wednesday, November 27, 2013

শুদ্ধ সুসময়





শুদ্ধ সুসময়


“জল্লাদেরা জ্বাল দিচ্ছে মৃৎপাত্রে মারাত্মক বিষ –
ছায়াপাতে কেঁপে উঠছে নিভে আসা তোমার সময়!
তবু তুমি বাঁশি হাতে শেখো সুর! ওহে সক্রেটিস!
কি লাভ এ সুরে আর? – দন্ড দুই বৈ’তো আর নয়...”

“দন্ড দুই বৈ’তো আর নয় –
তাই এই দন্ড দু’য়ে যদি
সুরের নতুন সিঁড়ি পারি ছুঁয়ে যেতে –
আরো এক পারাণির কড়ি
জমা হবে দাহ্য এই মাটির ঝুলিতে –
আর কিছু নয়।
প্রকৃত পথিক জানে
প্রতিটি লগ্নই তার
গমনের শুদ্ধ সুসময়...”


ঘুম ঘর