প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Tuesday, November 26, 2013

সময়





সময়

১।
‘অদ্য’ অর্থ ‘গতকল্য’,
‘আগামী’ও প্রকৃতার্থে তা’ই-
‘বাস্তবতা’ সিঁড়িভাঙ্গা –
কোনো স্থির ঠিকানা ছাড়াই...
২।
সংখ্যাতীত জন্ম-অন্ধ নিয়তির দিকে
আমাদের এ ভুল যাত্রাগুলি
অকস্মাৎ স্তব্ধ হয়ে দেখে
আশ্চর্য উজ্জ্বল মাছ
        আমাদের সব অসময় –
উড়েযায় সে আঁধারে
যে আঁধার গমনের নয়...
৩।
যে চোখের সবুজ পল্লব
বন্ধ হয়ে গেছে বহুযুগ
অন্যপাড়ে তার
জন্মান্ধের নির্জনতা
গড়েছে পাহাড় ...
ঝর্ণা হেন অশ্রু ঝরে
সে পাহাড় থেকে –
প্রতি জলবিন্দু তার
অভিনীত ভবিষ্যের ছবি
পাথরের গায়ে গায়ে
শ্যাওলা দিয়ে লিখে...

[ Octavio Paz এর নানা কবিতার ছায়াতে]

ঘুম ঘর