প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, November 28, 2013

‘নীলিমা’, ‘তথাগত’, ‘নীলোৎপল’ -






‘নীলিমা’, ‘তথাগত’, ‘নীলোৎপল’ -

যদিও মাঝরাতে অনেকে ছিল পথে
মাতাল, সারমেয়, দালাল ও চোর
তবুও মনেপড়ে কেবল তোমাকেই
হৃদয়পুরে যবে রজনী ঘোর –

সহজে ছুঁতে পারি তোমার সন্ন্যাস
তোমার কাম, ক্রোধ, মোহ ও মদ
তুমিই সে রাখাল  অনেক যুগ পরে
করেছো শব্দকে বশম্‌-বৎ -

তোমার ছায়াপাতে এখনো কেঁপে উঠি
যেমন হাওয়া দিলে দিঘির জল
তোমাকে আজো ডাকি সমূহ প্রিয় নামে
‘নীলিমা’, ‘তথাগত’, ‘নীলোৎপল’ –
[ হঠাৎই শক্তি চট্টোপাধ্যায়’কে মনে করে ...]

ঘুম ঘর