‘নীলিমা’, ‘তথাগত’, ‘নীলোৎপল’ -
যদিও মাঝরাতে অনেকে ছিল পথে
মাতাল, সারমেয়, দালাল ও চোর
তবুও মনেপড়ে কেবল তোমাকেই
হৃদয়পুরে যবে রজনী ঘোর –
সহজে ছুঁতে পারি তোমার সন্ন্যাস
তোমার কাম, ক্রোধ, মোহ ও মদ
তুমিই সে রাখাল অনেক যুগ পরে
করেছো শব্দকে বশম্-বৎ -
তোমার ছায়াপাতে এখনো কেঁপে উঠি
যেমন হাওয়া দিলে দিঘির জল
তোমাকে আজো ডাকি সমূহ প্রিয় নামে
‘নীলিমা’, ‘তথাগত’, ‘নীলোৎপল’ –
[ হঠাৎই শক্তি
চট্টোপাধ্যায়’কে মনে করে ...]