প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Thursday, December 5, 2013

পড়শীকে ছুঁয়ে দিতে চাই...





পড়শীকে ছুঁয়ে দিতে চাই...

একটি চড়াই গেলো উড়ে –
‘দেখা’র সীমানা থেকে দূরে ...
তবু জেনো খুব দূরে নয় ,
যতো দূরে থাকে সুসময় ...

চড়াই যায়না ততো দূর –
পড়শীর উঠানে দুপুর –
-নেমে এলে –আরশী নগরে –
চড়াই সেখানে যায় উড়ে ...

পড়শীকে ছুঁয়ে দিতে চাই -
আমাকেও সাথে নেবে ভাই?

ঘুম ঘর