প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, December 5, 2013

পড়শীকে ছুঁয়ে দিতে চাই...





পড়শীকে ছুঁয়ে দিতে চাই...

একটি চড়াই গেলো উড়ে –
‘দেখা’র সীমানা থেকে দূরে ...
তবু জেনো খুব দূরে নয় ,
যতো দূরে থাকে সুসময় ...

চড়াই যায়না ততো দূর –
পড়শীর উঠানে দুপুর –
-নেমে এলে –আরশী নগরে –
চড়াই সেখানে যায় উড়ে ...

পড়শীকে ছুঁয়ে দিতে চাই -
আমাকেও সাথে নেবে ভাই?

ঘুম ঘর