দোলন’কে
ছোট্ট আমার বোন
বলছি তোকে শোন্
‘বুঝতে পারা’র বোঝা
‘বোঝা’র মানুষ’ খোঁজা
নামিয়ে হাটের ধারে
মনের অন্ধকারে
চোখটি মেলে তাকা –
হিম কুয়াশায় ঢাকা
মাঠের অন্য ধারে
নিঝুম পুকুরপাড়ে
একটি তারা আছে –
চায় সে তোরই কাছে
শুনতে মনের কথা
আর যা কিছু সবই
শূন্য ছায়াছবি
শীতের ঝরাপাতা
ছোট্ট আমার বোন
বলছি তোকে শোন্
সেই তারাটির কাছে
যা কিছু তোর আছে
উজাড় করে দিলে
সব পাবি তুই ফিরে
আকূল করা নীলে ...