প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, January 9, 2014

ছোটো ছোটো কথা





ছোটো ছোটো কথা

ছোটো ছোটো গাঢ় কথা গুলি
ছোটো বাক্য, ছোটো শব্দ দিয়ে
বলে যেও তুমি মাঝে মাঝে –
প্রিয়তম,অন্যথায় প্রিয়ে –
বড় বড় বানী গুলি – ভারি,
বহিতে পারিনা, তাই ছাড়ি –
যেতে যেতে ফেলে  চলেযাই
ঝোপেঝাড়ে, পথের কিনারে –

‘বড়’র প্রমাণ শুধু তাতে –
সে যতোটা ছোটো হতে পারে।।

ঘুম ঘর