ছোটো
ছোটো কথা
ছোটো ছোটো
গাঢ় কথা গুলি
ছোটো বাক্য, ছোটো শব্দ দিয়ে
বলে যেও তুমি মাঝে মাঝে –
প্রিয়তম,অন্যথায় প্রিয়ে –
বড় বড় বানী গুলি – ভারি,
বহিতে পারিনা, তাই ছাড়ি –
যেতে যেতে ফেলে চলেযাই
ঝোপেঝাড়ে, পথের কিনারে –
‘বড়’র প্রমাণ শুধু তাতে –
সে যতোটা ছোটো হতে পারে।।