প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Thursday, January 9, 2014

ছোটো ছোটো কথা





ছোটো ছোটো কথা

ছোটো ছোটো গাঢ় কথা গুলি
ছোটো বাক্য, ছোটো শব্দ দিয়ে
বলে যেও তুমি মাঝে মাঝে –
প্রিয়তম,অন্যথায় প্রিয়ে –
বড় বড় বানী গুলি – ভারি,
বহিতে পারিনা, তাই ছাড়ি –
যেতে যেতে ফেলে  চলেযাই
ঝোপেঝাড়ে, পথের কিনারে –

‘বড়’র প্রমাণ শুধু তাতে –
সে যতোটা ছোটো হতে পারে।।

ঘুম ঘর