শ্রীকৃষ্ণের প্রতি অর্জুন
প্রশ্ন রচেছি আমি, আর
উত্তরের ছলনায় তুমি
বানিয়েছ ভ্রমের পাহাড়
তখন জানিনি আমি, সখা
প্রশ্ন আর উত্তর – দুই
বিপরীত জ্যামিতিক রেখা।
প্রশ্ন রচেছি আমি, আর
উত্তরের জলস্রোতে তুমি
বানিয়েছ ঢেউএর পাহাড়
ডুবে গেছে প্রশ্ন আভূমি।।