ময়নাদ্বীপের মাঝি
আমাদের 'ময়নাদ্বীপ' এ নিয়ে যাবে বলে
পদ্মা, মেঘনা, গঙ্গা, কুশিয়ারা, বরাক পেরিয়ে
এসেছিল সেই মাঝি আজ ভোরবেলা।
শতাব্দীর শ্যাওলা ঢাকা গাছতলে বসে
গেয়েছিল জলে ডোবা প্রিয় গান গুলি।
'ময়নাদ্বীপ'এর কথা রূপকথা হয়ে
ছড়িয়ে যাচ্ছিল আজ -
ঘাসে ঘাসে, বৃষ্টিধোয়া শাখায়, পল্লবে -
তারপর শ্লথ পায়ে দ্বিপ্রহর এলে
আমরা 'ময়নাদ্বীপ' এ ভেসে যেতে অপারগ জেনে
বাঁকা তার লাঠি ঠুকে ফিরে চলে গেলো
কূপীর আলোয় জ্বলা 'আতাল বস্তী'তে...
হে মাঝি, কুবের মাঝি, তুমি এ শহরে
'ময়নাদ্বীপ'এর গান গেয়ে গেয়ে কবে
যেদিন নিজেই এক 'ময়নাদ্বীপ' হবে
আমার কঙ্কাল আমি সেদিন বিছিয়ে দেবো
বাঁশের সাঁকোর মতো তোমার গমনে ...
মাঝি হে, স্বপ্নে নয়,
তোমার রক্তে মাংসে, ক্ষয়ে আসা হাড়ে
আমার বিশ্বাস, বলো,
আজো ফের নীড় পেতে পারে?