অবান্তর নরকের ভয়
শুধু নত হতে শেখা -
-বিষাক্ত ঈশ্বর নয় -বৃক্ষরাজি, পশু আর মানুষের
কাছে -
- ইহাদের কাম, ক্রোধ, লালসা জনিত
বেদনার অনির্বাণ শিখাটির কাছে ...
আর কিছু নয় -
কাঠুরেকে জল থেকে কুঠার ফিরিয়ে দেওয়া
গহন ঈশ্বর শুধু এই সত্য বলে।
সন্তদের সত্য শুধু অবান্তর নরকের ভয়।