প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, May 18, 2014

অবান্তর নরকের ভয়






অবান্তর নরকের ভয়

শুধু নত হতে শেখা -
-বিষাক্ত ঈশ্বর নয় -বৃক্ষরাজি, পশু আর মানুষের কাছে -
- ইহাদের কাম, ক্রোধ, লালসা জনিত
বেদনার অনির্বাণ শিখাটির কাছে ...
আর কিছু নয় -
কাঠুরেকে জল থেকে কুঠার ফিরিয়ে দেওয়া
গহন ঈশ্বর শুধু এই সত্য বলে।

সন্তদের সত্য শুধু অবান্তর নরকের ভয়।

ঘুম ঘর