প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Friday, June 6, 2014

মাঝি

মাঝি
কোথায় যে কার অন্ন বাঁধা
কোথায় যে কার ঘর –
কোথায় নদী আয়না- কোথায় -
হঠাৎ নামে ঝড় –
সে সব কিছুই মাঝির জানা
হাজার বছর আগে
তুলেছে পাল – এ’ই মাঝিই
তিতাস নদীর ডাকে ...
লিখেছে নাম, মুছেছে নাম –
সুরমা, কুশিয়ারা...
দেখেছে এক ভাষার চোখে
অঝোর জলধারা
জেনেছে কার শ্মশান, কবর
কোন নদীটির ধারে
আমরা সবাই যাত্রী, পথিক –
নিথর অন্ধকারে
মাঝির ডাকে চলেছি দূর
দিগন্তের ঐপারে...

ঘুম ঘর