প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Friday, June 6, 2014

মাঝি

মাঝি
কোথায় যে কার অন্ন বাঁধা
কোথায় যে কার ঘর –
কোথায় নদী আয়না- কোথায় -
হঠাৎ নামে ঝড় –
সে সব কিছুই মাঝির জানা
হাজার বছর আগে
তুলেছে পাল – এ’ই মাঝিই
তিতাস নদীর ডাকে ...
লিখেছে নাম, মুছেছে নাম –
সুরমা, কুশিয়ারা...
দেখেছে এক ভাষার চোখে
অঝোর জলধারা
জেনেছে কার শ্মশান, কবর
কোন নদীটির ধারে
আমরা সবাই যাত্রী, পথিক –
নিথর অন্ধকারে
মাঝির ডাকে চলেছি দূর
দিগন্তের ঐপারে...

ঘুম ঘর