প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, May 17, 2014

'পদ্ম' বিষয়ে শিলালিপি



'পদ্ম' বিষয়ে শিলালিপি

১।
ফুটেছে 'পদ্ম' আর তাকে ঘিরে আছে
হাঘরে, হাভাতে নয় -লোভী মুখগুলি।

'ছেলের ওষুধ কিন্‌বো, পদ্ম তুই আগুনে ঝাঁপা "
"ঝাঁপাবিনা? শালি রেন্ডী, বংশের ইমান ইজ্জত
সব গেছে! গেরামের সব্বে জানে রেন্ডী তুই!
তিন দিনে টাকা না পাঠালে জেনে রাখ্‌ তোর আর বাপ্‌-ভাই নেই!"


'পদ্ম' সে'ত 'পুষ্প' নয়, শুধু 'ফুল' , তাই
বাপ্‌-ভাই সম্পোক্কের লোভে
ঝাঁপ দেয় আবারো আগুনে।
পাঁপড়ি গুলি ঝলসে যায় - তবু -
পদ্ম একা পোড়ে তার ভাড়াটে কোঠাতে...।
২।
হে শেফালী, তোমার সম্মান
দিতে জানি। তবু -
'পদ্ম' একটি 'ফুল'। 'পুষ্প' নয়। তাই
প্রণয়  সম্ভব নয় জেনেও দুপুরে
শুধু সাঁতারের লোভে ঝাঁপ দিয়ে অতলান্ত ডুবে
শিকড়ে বাকড়ে তার জড়িয়ে জড়িয়ে
দেখেছি সে 'পারিজাত', তবু
তথাগত ভিন্ন আর অপর কেহই
জানেনি এ শিলালিপি
সন্ত ও সভ্যতাঘেরা
কবন্ধ এ দাহ্য পৃথিবীতে।

ঘুম ঘর