প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Friday, August 15, 2014

চিরন্তন






চিরন্তন
“The shy speechless sound
of a fruit falling from its tree,
and around it the silent music
of the forest, unbroken” - Osip Mandelstam
সলজ্জ নিঃশব্দ শব্দ
একটি বৃক্ষ হতে একখানি পত্র পতনের
ঘিরে তার ছন্দিত নীরব সঙ্গীত, অটুট –
চিরন্তন এই অরণ্যের।।

ঘুম ঘর