প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Friday, August 15, 2014

চিরন্তন






চিরন্তন
“The shy speechless sound
of a fruit falling from its tree,
and around it the silent music
of the forest, unbroken” - Osip Mandelstam
সলজ্জ নিঃশব্দ শব্দ
একটি বৃক্ষ হতে একখানি পত্র পতনের
ঘিরে তার ছন্দিত নীরব সঙ্গীত, অটুট –
চিরন্তন এই অরণ্যের।।

ঘুম ঘর