প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Tuesday, August 12, 2014

“শোধবোধ”





“শোধবোধ”

প্রতিশোধ নিতেহবে বলে
একদা যেসব নাম লিখেছি পাথরে
অদ্যাবধি তাদের অনেকে
মরেগেছে।
বাকিরাও মরেযাবে,জানি,
আমার উদ্যোগপর্ব
শেষ না হতেই।

তবু কেন বেঁচে আছি? ভাবি –

নতুন শত্রুর নাম নতুন পাথরে
খোদাই করতে গিয়ে চম্‌কেউঠে দেখি
নিজেরি বিপক্ষে নিজে
ছুরি হাতে ঝাঁপ দেওয়া ছাড়া
আমার অন্য কোনো পক্ষ নেই –
পক্ষপাত, পক্ষান্তর নেই –

তবু কেন বেঁচে থাকা? ভাবি –

তোমার অষ্টোত্তর শতনাম থেকে
একটি নামও কি আমি
লিখিনাই – এতাবৎ -
কোনো প্রস্তরেই? ...

ঘুম ঘর