প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Tuesday, August 12, 2014

“শোধবোধ”





“শোধবোধ”

প্রতিশোধ নিতেহবে বলে
একদা যেসব নাম লিখেছি পাথরে
অদ্যাবধি তাদের অনেকে
মরেগেছে।
বাকিরাও মরেযাবে,জানি,
আমার উদ্যোগপর্ব
শেষ না হতেই।

তবু কেন বেঁচে আছি? ভাবি –

নতুন শত্রুর নাম নতুন পাথরে
খোদাই করতে গিয়ে চম্‌কেউঠে দেখি
নিজেরি বিপক্ষে নিজে
ছুরি হাতে ঝাঁপ দেওয়া ছাড়া
আমার অন্য কোনো পক্ষ নেই –
পক্ষপাত, পক্ষান্তর নেই –

তবু কেন বেঁচে থাকা? ভাবি –

তোমার অষ্টোত্তর শতনাম থেকে
একটি নামও কি আমি
লিখিনাই – এতাবৎ -
কোনো প্রস্তরেই? ...

ঘুম ঘর