প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, November 9, 2014

নির্মাণ





নির্মাণ
সকলি নির্মাণ, প্রিয়, সকলি নির্বাণ –
ধর্ম, অর্থ, মোক্ষ, কাম
ক্যালেন্ডারে ঝুলেথাকা
জ্যান্ত ভগবান –
সকলি নির্মাণ, প্রিয়, সকলি নির্বাণ –

তত্ত্ব, তথ্য অর্থহীন।
শূন্যগর্ভ সর্ব অভিধান –
আত্মজ্ঞান? সে’ও মর্মে
বকলমে নিজেরি নির্মাণ –

বাতাসে প্রাসাদ গড়ি,
তবু  এক জানালা নির্মাণ
করে নিয়ে খুলে রাখি
নিজেরি নির্মীত নীল
আকাশের দিকে –

কোনোরাতে ভেসে আসে
নিজেরি নির্মীত নীল নক্ষত্রের গান ...

ঘুম ঘর