প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, November 9, 2014

নির্মাণ





নির্মাণ
সকলি নির্মাণ, প্রিয়, সকলি নির্বাণ –
ধর্ম, অর্থ, মোক্ষ, কাম
ক্যালেন্ডারে ঝুলেথাকা
জ্যান্ত ভগবান –
সকলি নির্মাণ, প্রিয়, সকলি নির্বাণ –

তত্ত্ব, তথ্য অর্থহীন।
শূন্যগর্ভ সর্ব অভিধান –
আত্মজ্ঞান? সে’ও মর্মে
বকলমে নিজেরি নির্মাণ –

বাতাসে প্রাসাদ গড়ি,
তবু  এক জানালা নির্মাণ
করে নিয়ে খুলে রাখি
নিজেরি নির্মীত নীল
আকাশের দিকে –

কোনোরাতে ভেসে আসে
নিজেরি নির্মীত নীল নক্ষত্রের গান ...

ঘুম ঘর