প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, November 9, 2014

৪২ বছর বয়সে...





৪২ বছর বয়সে...

একদিন একা একা নতুন অক্ষরগুলি থেকে
ছুটি নিয়ে চলেযাবো একদা পেরিয়ে আসা
অক্ষরের গর্ভগৃহে – চুপে –
যেভাবে বন্যা এলে জিজীবিষু মানুষেরা যায়
কবে পিছে ফেলেআসা
স্কুলঘরে – শরণার্থী হয়ে –

“দর্পন, বয়স বাড়ছে”।
সমূহ ভাবনা তাই অজান্তেই স্মৃতিপথগামী –
স্মৃতি মানে নদী, মাঠ, অপু-দুর্গা, কার্মাজভ্‌, আনা কারেনিনা ...

যে পথিক গৃহত্যাগী সে’ও
সন্ধ্যা হলে পেতেচায় ধর্মশালা –
সরাই’এর ক্ষণিক ঠিকানা ...

ঘুম ঘর