প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Monday, November 24, 2014

অনন্তের সঙ্গে সংলাপ





অনন্তের সঙ্গে সংলাপ
১।
চেতনার লুপ্তপ্রায় প্রাসাদ পেরিয়ে
যে পথ গিয়েছে বেঁকে
চৈতন্যের নির্বিকল্প আঁধারের দিকে
তারি কোনো বিসর্পিল কানাগলী থেকে
কে যেন হঠাৎই বলে অন্ধকারে ডেকেঃ
“কে তুমি”? -  তখনি
তারাগুলি অন্ধকারে চুপে যায় ডুবে ...

আমি বলিঃ “এ বিরাট ব্রহ্মান্ডের কাছে
কিছুনই। বড়জোর ধূলিকণা। তবে
আমার এই মৃত্যুশীল ছায়াটির কাছে
আমিই পরিধি, কেন্দ্র, আমিই ঈশ্বর –

আমার ব্রহ্মান্ডে আমি অন্তহীন বিশ্বচরাচর...”

ঘুম ঘর