প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, February 15, 2015

বিশ্বকাপ সিরিজ - ১






বিশ্বকাপ সিরিজ
১।
যদিও ব্যাটের অর্থ এক টুকরো চ্যালাকাঠ, তবু
তাই নিয়ে মেতে আছে - বিশ্বকাপে – বস্তিবালকেরা।
তাদের হুল্লোড়-ধূলো সারাগায়ে মেখে
দুপুরের সূর্য্য একা বিকালের দিকে যেতে যেতে
থম্‌কে দাঁড়িয়ে গেছে পশ্চিমের দুর্গদ্বারে – তবু –
একটি বালক একা বিশ্বকাপ-গলী থেকে অনতিদূরেই
লাইটপোষ্টে পিঠ দিয়ে কেঁদেযাচ্ছে - নিজমনে – হাপুস নয়নে –

সে কি কিছু হারিয়েছে না’কি
তাড়িয়ে দিয়েছে তাকে খেলা থেকে অন্য সাথীরা?
না’কি মা’টি ঘরে নেই? না’কি
মা’ই নেই? তাই লাথিঝ্যাঁটা
সয়ে নিয়ে বেঁচে থাকছে
নয়টি জীবন আগ্‌লে
আবাগীর ব্যাটা?

ফ্ল্যাটের বারান্দা থেকে এই ছবি দেখে
অকষ্মাৎ মনেহয় আমারো গহনে
একটি বালক একা অদ্যাবধি হাপুস নয়নে
কেঁদেযায় –
এ সমস্ত খেলা থেকে, মেলা থেকে, ভিড় থেকে অনতি দূরেই –

সে’ও কিছু হারিয়েছে না’কি
ফিরে তাকে ডেকেনেবে ঘরে
এরকম বুঝি কেউ নেই? ...

ঘুম ঘর