প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, March 15, 2015

দুইজন জেলে






দুইজন জেলে
একজন জেলে
জালফেলে
পারঘেঁষে রোজই –
রুই, পুঁটি,চিংড়ি – যা পায়
তা’ই বেচে, তা’ই রেঁধে খেয়ে
সুখেই যাপন কেটেযায়।

আরজন জেলে
তটরেখা বহূদূরে ফেলে
চলেযায় অন্তহীন জলে ...
জাল রেখে ঝাঁপায় অতলে।
খালিহাতে ফেরে বহুদিন।
আসরে তবুও হেঁকে বলেঃ
“কে চায় কাৎলা,রুই –
পুঁটি কিংবা চাঁদা
জলরাজকন্যাটিকে পেলে?”

কি কথা বলবে তারা – ভাবি –
-একদিন- দুইজনে মুখোমুখি হলে –

ঘুম ঘর