প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, March 15, 2015

দুইজন জেলে






দুইজন জেলে
একজন জেলে
জালফেলে
পারঘেঁষে রোজই –
রুই, পুঁটি,চিংড়ি – যা পায়
তা’ই বেচে, তা’ই রেঁধে খেয়ে
সুখেই যাপন কেটেযায়।

আরজন জেলে
তটরেখা বহূদূরে ফেলে
চলেযায় অন্তহীন জলে ...
জাল রেখে ঝাঁপায় অতলে।
খালিহাতে ফেরে বহুদিন।
আসরে তবুও হেঁকে বলেঃ
“কে চায় কাৎলা,রুই –
পুঁটি কিংবা চাঁদা
জলরাজকন্যাটিকে পেলে?”

কি কথা বলবে তারা – ভাবি –
-একদিন- দুইজনে মুখোমুখি হলে –

ঘুম ঘর