প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Friday, March 6, 2015

চাঁদ






চাঁদ


"Art thou pale for weariness
      Of climbing heaven and gazing on the earth,
Wandering companionless
      Among the stars that have a different birth, —
            And ever changing, like a joyless eye
            That finds no object worth its constancy?" - PERCY BYSSHE SHELLEY
 



[ উৎসর্গঃ মর্মের বিশ্বদ্বার প্রথম আমার মর্মে যাঁর হাতলেগে খুলেছিল সেই মনোজ মোহন চক্রবর্তীকে, শ্রদ্ধাসহ ...] 


হে চাঁদ, ধূসর চাঁদ, স্বর্গের সিঁড়ি ভেঙ্গে ভেঙ্গে
মহাশূন্যে উঠে গিয়ে একা
পৃথিবী নামক এই গ্রহটির দিকে
তাকিয়ে তাকিয়ে বুঝি ক্লান্ত হয়েগেছো?
সেই ক্লান্তি ওই মুখে বুঝি
কলংকের মতো আছে লেখা?

হে চাঁদ, ধূসর চাঁদ,
নক্ষত্রের ভিড়ে তুমি জন্মসূত্রে একা –
তাই কি তোমার দৃষ্টি বর্নলেশহীন?
সমূহ ছবির মর্মে মৃত্যুশীল অনিত্যের রেখা
দেখে নিয়ে বৃত্তাকারে তবু
অদ্যাবধি ঘুরে যাও, একা ...

ঘুম ঘর