প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, March 15, 2015

জনান্তিকে






জনান্তিকে

আমাদের প্রত্যন্ত এ মফস্বল থেকে
ডাইনোসরের মতো লুপ্ত হয়েগেছে যতো কথা ও কাহিনী
তাদের অন্যতম বৃদ্ধ সেই নিরীহ পাগল
ঝোলাব্যাগ কাঁধে নিয়ে যিনি
যিশুর বাণী ও বার্তা
শোনাতেন পাঠকরে
ঘুরে ঘুরে শহরের বিষাদরাস্তায় আর
বেদনার অলীতেগলীতে –

শুধু এই পাঠকরা ছাড়া তাঁর আর অন্য কোনো লক্ষণীয়  অসুখ ছিলনা।

আজ তাঁর ফসিলের পাশে মনে মনে নিঝুম দাঁড়িয়ে
অকস্মাত্‌ই  আবিষ্কার করি
আমাদের এ ছন্নছাড়া মফস্বলে তাঁকে
“যিশু ফাগ্‌লা” বলাহতো, আর
রবীন্দ্রনাথের সেই “রক্তকরবী”তে
আছে এক “বিশু পাগলা” যার
পথে পথে নিজমনে গানকরা ছাড়া অন্য কোনো লক্ষণীয়  অসুখ ছিলনা ...

ঘুম ঘর