প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, March 29, 2015

আত্ম প্রতিকৃতি





আত্ম প্রতিকৃতি

সহজেই নেশা হয় তার।
মদ আর মেয়ে শুধু নয়
বাজারের মাদারি-জুয়াতে
অনর্গল ঢেলেদিতে পারে
যাপনের সমূহ সঞ্চয় –

তবুও জীবন তার আছে –
‘বাঁচা’ – সে’ও মৃত্যুঞ্জয়ী নেশা
শেষ অশ্বমেধে তাই দেখো
সেনাপতিবেশে একা শোনে
মুন্ডহীন অশ্বদের হ্রেষা।।

ঘুম ঘর