প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, March 29, 2015

কবি ও ঈশ্বর






কবি ও ঈশ্বর
প্রেরণার ভারবাহী একটি উটের মতো আমি
ঈশ্বরের চক্রান্ত ও নিয়তির আমিষাশী কপটতাগুলি
কেবলি অক্ষর, শব্দ, মাত্রা আর যতি ভরসা করে
দুঃসাহসে একা একা পেরিয়ে এসেছি এতাবৎ -
রক্ত উঠেছে মুখে – ঝোপেঝাড়ে নানাবিধ কাঁটাগুল্ম খেয়ে ।
কুঁজেও পানীয় নয় রক্তমূল্যে কিনেছি নিভৃতে
যতি, চিহ্ন, বর্ণমালা, গুহাগাত্রে খোদিত অক্ষর ...
হরণআকাঙ্ক্ষা নিয়ে আমার ছায়াতে আজো
টেরপাই মিশে আছে আমিষাশী কপট ঈশ্বর...

ঘুম ঘর