প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, March 29, 2015

কবি ও ঈশ্বর






কবি ও ঈশ্বর
প্রেরণার ভারবাহী একটি উটের মতো আমি
ঈশ্বরের চক্রান্ত ও নিয়তির আমিষাশী কপটতাগুলি
কেবলি অক্ষর, শব্দ, মাত্রা আর যতি ভরসা করে
দুঃসাহসে একা একা পেরিয়ে এসেছি এতাবৎ -
রক্ত উঠেছে মুখে – ঝোপেঝাড়ে নানাবিধ কাঁটাগুল্ম খেয়ে ।
কুঁজেও পানীয় নয় রক্তমূল্যে কিনেছি নিভৃতে
যতি, চিহ্ন, বর্ণমালা, গুহাগাত্রে খোদিত অক্ষর ...
হরণআকাঙ্ক্ষা নিয়ে আমার ছায়াতে আজো
টেরপাই মিশে আছে আমিষাশী কপট ঈশ্বর...

ঘুম ঘর