প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, March 29, 2015

ইতিহাসকথা



ইতিহাসকথা
তোমার শবের পাশে পোষা পাখিটির মতো যে ক’টি পায়ের ছাপ ইতস্ততঃ ছড়ানো রয়েছে
সে কী ঘাতকের নাকি ছুরিবিদ্ধ তুমি একা আর্তনাদে অসহায় হলে
যে এসে তোমার মুখে শেষ দুই জলবিন্দু ঢেলে দিয়েগেছে
তারই আসা যাওয়ার কাহিনী? ...
তোমার করোটিভিন্ন এ রহস্য জানিবেনা কেহ কোনোদিন -
যতোই খুঁড়ুক মাথা হোম্‌স্‌ আর ওয়াট্‌সন্‌ মিলে।
তাই আমি ইতিহাস থেকে পাঁচালীতে অধিক বিশ্বাসী
কেননা    শবদেহ ছাড়া অন্তর্গত ইতিহাসকথা
জানে ঘাস, জানে মেঘ, এবং বিশদ জানে হত্যাকারী আর

মাংস ঠুঁকরে খেয়ে যাওয়া শকুনে ও চিলে ...

ঘুম ঘর