প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, August 16, 2015

যশোলোভী যখ






যশোলোভী যখ

“No, I was no one’s contemporary – ever” – Osip Mandelstam


না,আমি কখনো কারো সমযাত্রী, সহযাত্রী নই।
না, আমি কখনো কারো সমসাময়িক হয়ে
সময়ের কোনো বৃত্তে যূথবদ্ধ হাঁটিনি কখনো।
সমনামী সত্তাটিকে সর্বগ্রাসী ঘৃণা করি আমি, ঘৃনা করি আমূলমস্তক –
কেননা সে “আমি” নয়, সে এক ছদ্মবেশী
                                                          যশোলোভী যখ।।

ঘুম ঘর