প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, August 16, 2015

তবুও পালক কিছু...





তবুও পালক কিছু...
স্বপ্ন আর ভুলগুলি
ভেঙ্গেযাবে – অচিরেই – প্রাকৃত নিয়মে।
তবুও পালক কিছু ছুঁয়ে থাকবে
চর্ম,ত্বক, কটিদেশ –
কেশাগ্র, চিবুক...
অদেখা মুকুটে তারা তবুও লগ্ন হবে
প্রতি রাতে, প্রতি ভ্রমে, প্রতি স্বপ্নে, প্রেমে –

সত্য সেই শেষ দৃশ্যে
উদাসীন হেঁটে আসবে
শববাহকের সাথে
                 নিজের নিয়মে।

ঘুম ঘর