প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, August 16, 2015

“আমরা দন্ডিত হয়ে”...




“আমরা দন্ডিত হয়ে”...
হে ঈশ্বর, নিহিত নিষাদ,
শরাঘাতে সুনিশ্চিত
বিদ্ধ হলে ঘুমন্ত শিকার
একে একে মুন্ডগুলি এনে
আত্মপরিতৃপ্তিহেতু
দেওয়ালে টাঙ্গিয়ে রাখো
যত্ন সহকারে –
প্রাণীহীন স্বর্গরাজ্যে প্রাণহীন নদীর ফসিল
সে’ও মর্মে শিহরিত হয়
                    এ আত্মনিধনদৃশ্যে
                               ভয়ে, হাহাকারে –

“আমরা দন্ডিত হয়ে” নৃমুন্ডের “শোভা দেখে যাই”।
ঈশ্বরের দৈবকীট ত্বকজুড়ে “কিলবিল করে” -

ঘুম ঘর