প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Wednesday, August 26, 2015

উপার্জিত পাপকথা গুলি






উপার্জিত পাপকথা গুলি

উপার্জিত পাপকথা গুলি
একদিন শতদল হয়ে
ফুটে উঠবে
চেতনার কাকচক্ষু সরোবরজলে।
-এরূপ ইঙ্গিত আজো
ভেসে আসে শ্রাবণে ও হেমন্তের বিবাগী বাতাসে...

শুধু এই ভরসা আছে বলে
এখনো বহন করছি
উপার্জিত পাপগুলি
যাপনে, গোপনে।

তবুও মধ্যযামে অকস্মাৎ নিবিড় সংশয়ে
জেগে উঠে ভাবি – যদি তুমি
ভ্রমে কিংবা প্রতিশোধ চেয়ে
প্রতিজ্ঞা অন্যথা করে
শেষদৃশ্যে এ অতল পাপকথাগুলি
পরিণত করো কোটি কীটে ও কৃমিতে
তবে এই পাপবোঝা নিয়ে
কোন্‌পথে যাবো আমি? ডুব্‌ দেবো সে কোন্‌ নদীতে?

ঘুম ঘর