প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Wednesday, November 11, 2015

অর্ধসত্য



অর্ধসত্য

দ্বন্দ্বই জীবন প্রকৃত।

আলোয় কালোয় দ্বন্দ্ব, সহজ ও জটিলে -
পাপে অনুতাপে দ্বন্দ্ব , প্রেম আর কামে
দ্বন্দ্ব ঘোর মুহুর্মুহু
আত্মহননেচ্ছার সঙ্গে জিজীবিষা এবং প্রাণের।
যে গহন দ্বন্দ্ব জল আর অনলের
তারি মর্মে উর্ধ্বপদ
হেঁটমুন্ড তোমার সন্ততি
জন্ম নেবে। জন্ম নিয়েছিল
গণিকাভগিণীহেন দেবতা ও
প্রথম নিয়তি।

দ্বন্দ্বই জীবন প্রকৃত।
সত্য অসত্যে দ্বন্দ্ব
মায়া ও বস্তুতে
ঘোর দ্বন্দ্ব তবু
একে অপরের নয় প্রতিপক্ষ, জেনো,
প্রতিটি সত্য হয় সত্য আর মিথ্যা সঞ্জাত
যেমন প্রতিটি জন্ম নিগূঢ়ার্থে  হয় মৃত্যুরো
গর্ভজাত ভ্রূণ,পুষ্প, মায়ার পুত্তলী।


দ্বন্দ্বই জীবন, তাই
অনন্ত অখন্ড সত্য
সন্তদের ভ্রমে আর অনাচারে গড়া
অর্ধসত্য। অর্ধআত্মরতি।

ঘুম ঘর