প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Wednesday, November 11, 2015

প্রতিজন জনতা ও সারমেয়,শালিক,শৃগাল ...




প্রতিজন জনতা ও সারমেয়,শালিক,শৃগাল ...

১।
অসংখ্য জঠর থেকে ডেকে যায় অন্ধকার অনেক নিয়তি।
প্রতিটি বাঁকের মুখে গণিকাভগিণীহেন সেজেগুজে অনেক ঈশ্বর
ওঁৎ পেতে বসে থাকে অসতর্ক মুহুর্তে তোমার
অতর্কিতে ঝাঁপ দেবে বলে।
তাই পথ প্রতি পদে ক্ষুরের ধারার মতো – তীক্ষ্ণকায়,নিশিত,দুর্গম।
প্রতিটি আরম্ভে,শেষে একর্ষভ্রমণকারী, ছদ্মবেশী হে নিষাদ –
হে আমার প্রতিপক্ষ, যম,
যদিও সঙের মতো খাড়া থাকো তবু
“অ-মৃত” অনৃতকথা – জানো তুমি স্থির –

আমি যদি পদ্মপাতা তবে
তুমিও, হে, ভোরের শিশির...

২।
হে আমার প্রতিপক্ষ, একর্ষভ্রমণকারী নিষাদ তুমিও
জানো মর্মে প্রতিজন জনতা ও সারমেয়,শালিক,শৃগাল
অভ্যন্তরে আগাগোড়া ঈশাবাস্য তবু
সমূহ সিদ্ধান্ত গুলি আমাদের অধিগম্য নয়।
যমুনা,যমজ ভগ্নী, খন্ড খন্ড অখন্ড সময়
জানে লগ্ন কর্ণ,দ্রোণ,ভীষ্মপতনের –
জানে কবে কোন ডানা ভেঙে
কার ছাতে মৃত্যু হবে
কোন্‌ শালিকের।
তবু অদ্যাবধি দেখো
দশদিকে এতো অশ্ব, এতো ‘কবি’, এতো অশ্বমেধ –
এতো শিলা, শিলালিপি, এতো সন্ত, কবন্ধ ও
বায়সের প্রেত ...




৩।
হে আমার প্রতিপক্ষ, একর্ষভ্রমণকারী নিরীহ নিষাদ
তুমিওতো জানো মর্মে
জন-এক পার্থ কিংবা তার কোনো ধূর্ত, কালো সারথির বাণে
পূর্বের কোনো দৃশ্যে আমি কিংবা তুমি কিংবা গণিকাভগিণী
কোনোদিনই হইনাই, হবোনা নিহত –
শরতে,বসন্তে,শীতে, আরো কিছু দাহ্য দিবারাতে
বেঁচে থেকে বর্তে থাকবো
প্রেমে,কামে,স্মৃতিতে ও ঘৃণায়, বিষাদে।
আমরা নিহত হবো নির্দিষ্ট সময় এলে
আমরা নিহত হবো পরস্পর যুদ্ধ করে
অবশেষে গর্ভলোভী সময়ের হাতে –
তার আগে – বিনাযুদ্ধে – তোমাকেও নাহিদিব –
-হে নিষাদ- রমণীকেশাগ্র কিংবা সূচ্যগ্র মেদিনী!
হে নিষাদ! আমি সেই ধূর্ত, কালো সারথিকে চিনি –

তাই পথ প্রতি পদে ক্ষুরের ধারার মতো – তীক্ষ্ণকায়,নিশিত,দুর্গম।
প্রতিটি আরম্ভে,শেষে একর্ষভ্রমণকারী, ছদ্মবেশী হে নিষাদ –
হে আমার প্রতিপক্ষ, যম,
যদিও সঙের মতো খাড়া থাকো তবু
“অ-মৃত” অনৃতকথা – জানো তুমি স্থির –

আমি যদি পদ্মপাতা তবে
তুমিও, হে, ভোরের শিশির...

ঘুম ঘর