প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, November 7, 2015

এ অনন্ত ...




এ অনন্ত ...


এ অনন্ত হয় এক অতিকায় নিঃসময়, তাই
তার কোনো গর্ভ নাই-জন্ম মৃত্যু গর্ভপাত নাই।

কামুকী সময়নারী তাই
ধৈর্য্যহারা হয়ে
অনন্তকে নিজহাতে
একরাতে কেটেছে কুপিয়ে।
অতঃপর খন্ডগুলি তার
দ্রুতহাতে মাটিচাপা দিয়ে
আত্মরতিমগ্না হয়ে
কিনারেই পড়েছে ঘুমিয়ে।

তাই
অনন্ত এখন আর নাই।
রতিলোভী সময়ের গাছে
এখন মৃত্যুর ফুল
শুধু ফুটে আছে।

ঘুম ঘর