প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, November 7, 2015

এ অনন্ত ...




এ অনন্ত ...


এ অনন্ত হয় এক অতিকায় নিঃসময়, তাই
তার কোনো গর্ভ নাই-জন্ম মৃত্যু গর্ভপাত নাই।

কামুকী সময়নারী তাই
ধৈর্য্যহারা হয়ে
অনন্তকে নিজহাতে
একরাতে কেটেছে কুপিয়ে।
অতঃপর খন্ডগুলি তার
দ্রুতহাতে মাটিচাপা দিয়ে
আত্মরতিমগ্না হয়ে
কিনারেই পড়েছে ঘুমিয়ে।

তাই
অনন্ত এখন আর নাই।
রতিলোভী সময়ের গাছে
এখন মৃত্যুর ফুল
শুধু ফুটে আছে।

ঘুম ঘর