প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, November 12, 2015

ভয়ঃ হার্ট ক্রেনের ছায়ায়




ভয়ঃ হার্ট ক্রেনের ছায়ায়


রাতের খন্ডিত জিহ্বা
জানালার শার্সি, কাঁচ ভেঙে
অবলীল ঢুকে পড়ছে গৃহস্থের সমাহিত ঘরে –
ভীত নই। হাত ধরো,তবু,হে বান্ধব।
ভীত নই। হাত ধরো,তবু,গো বান্ধবী।
ছুঁয়ে থাকি। শুধু থাকো ছুঁয়ে...

ভীত নই। তবু দেখো কিভাবে রাতের
সর্পহেন জিহ্বা মায়াবিনী
অবলীল ঢুকে পড়ছে
গৃহস্থের মেধায়, মজ্জাতে ...

ঘুম ঘর