প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Thursday, November 12, 2015

ভয়ঃ হার্ট ক্রেনের ছায়ায়




ভয়ঃ হার্ট ক্রেনের ছায়ায়


রাতের খন্ডিত জিহ্বা
জানালার শার্সি, কাঁচ ভেঙে
অবলীল ঢুকে পড়ছে গৃহস্থের সমাহিত ঘরে –
ভীত নই। হাত ধরো,তবু,হে বান্ধব।
ভীত নই। হাত ধরো,তবু,গো বান্ধবী।
ছুঁয়ে থাকি। শুধু থাকো ছুঁয়ে...

ভীত নই। তবু দেখো কিভাবে রাতের
সর্পহেন জিহ্বা মায়াবিনী
অবলীল ঢুকে পড়ছে
গৃহস্থের মেধায়, মজ্জাতে ...

ঘুম ঘর