প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, December 6, 2015

মোহিনী পাতালে



মোহিনী পাতালে
সব নাও। অবশিষ্ট রেখে যেয়ো শুধু
নিদ্রার সামর্থ্যটুকু-নিদ্রা অন্তরালে
সাঁতারের দুঃসাহস আর
গমনেই ইচ্ছা টুকু
নাগভ্রাতাদের কাছে
মোহিনী পাতালে...

ঘুম ঘর