প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, December 6, 2015

নিরুদ্দিষ্ট পথটির বাঁকে...



নিরুদ্দিষ্ট পথটির বাঁকে...
যে মালঞ্চ নিশীথের, তাকে
বলি রাত্রি, তার পাকে পাকে
সযত্নে লুকিয়ে রাখি
প্রাণের ভোমরা আর মৃত্যুর অনেক জোনাকি...
বাজি রাখি নদীজলে
ভেসে চলা আকাশ,তারাকে –
তবু ভয়
ভোরবেলা না’ই আসো যদি
নিরুদ্দিষ্ট পথটির বাঁকে...

ঘুম ঘর