প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, December 6, 2015

নিরুদ্দিষ্ট পথটির বাঁকে...



নিরুদ্দিষ্ট পথটির বাঁকে...
যে মালঞ্চ নিশীথের, তাকে
বলি রাত্রি, তার পাকে পাকে
সযত্নে লুকিয়ে রাখি
প্রাণের ভোমরা আর মৃত্যুর অনেক জোনাকি...
বাজি রাখি নদীজলে
ভেসে চলা আকাশ,তারাকে –
তবু ভয়
ভোরবেলা না’ই আসো যদি
নিরুদ্দিষ্ট পথটির বাঁকে...

ঘুম ঘর