প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, December 6, 2015

ঈশ্বরের নিজস্ব দূতাবাসে



ঈশ্বরের নিজস্ব দূতাবাসে
“ঈশ্বরের নিজস্ব দূতাবাসে
তারপর দেখা হবে” –বলেছিলে-“আরো একদিন” –
শেষ দিন, শেষ দেখা কি’না
তার কোনো রাখোনি ইঙ্গিত ...
তাই জনশূন্য এই নিবিড় নিশীথ
তেপান্তর,শুকশারি, কোটালপুত্রের কথা নয়
দিয়ে যায় হৃত স্বপ্ন –
কানাকানি, বাঁশঝাড়ে ভয় –

ঈশ্বরের নিজস্ব দূতাবাসে
তোমারি নিমিত্ত কি’না সঠিক জানিনা
সব নীল নিশান,পতাকা
অর্ধনমিত থাকে
দিনে রাতে সকল সময় ...

ঘুম ঘর