বিষ্টিদিনের জান্লা থেকে
১।
আসছে কখন বিষ্টিবাদল
জানছে না’ত কেউ
‘মেঘের পরে মেঘ জমেছে’
মনের জলে ঢেউ
আছ্ড়ে পড়ে আকাশকূলে
সেই নাবিকের মতো
যে বেঁচেছে সাগরঝড়ে
আঁকড়ে ধরে কূটো...
২।
মেঘ সায়রে একখানি দ্বীপ
জনমানবহীন
সে দ্বীপটিতে একলা একা
কাটবে যাহার দিন
ক্রুশোর মতন – চক্রবালে –
জাহাজরেখার খোঁজে
শুধুই সেজন
বিষ্টি এবং মেঘের ভাষা বোঝে...