কেউ জেনেছে...
কেউ জেনেছে চাঁদের পাহাড়
কেউ জেনেছে চাঁদ
কেউ জেনেছে জীবন মানে
বিজন পরমাদ।
দুকূলপ্লাবী চাঁদের আলোয়
কেউ হেঁটেছে পথ
কেউ দেখেছে মহারথীর
চক্রভাঙ্গা রথ ...
কেউ দেখেনি কোন্ কুটীরে
চড়কাবুড়ি একা
বুনছে রেশম অলীক আলোয়
চোখের জলের রেখা
ঝরছে কোথায় শিশির হয়ে
চন্দ্রমাহীন রাতে
চড়কাবুড়ি ভুলেছে ঘুম
চাঁদের প্রতীক্ষাতে।।