প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, December 6, 2015

কেউ জেনেছে...



কেউ জেনেছে...
কেউ জেনেছে চাঁদের পাহাড়
কেউ জেনেছে চাঁদ
কেউ জেনেছে জীবন মানে
বিজন পরমাদ।

দুকূলপ্লাবী চাঁদের আলোয়
কেউ হেঁটেছে পথ
কেউ দেখেছে মহারথীর
চক্রভাঙ্গা রথ ...

কেউ দেখেনি কোন্‌ কুটীরে
চড়কাবুড়ি একা
বুনছে রেশম অলীক আলোয়
চোখের জলের রেখা

ঝরছে কোথায় শিশির হয়ে
চন্দ্রমাহীন রাতে
চড়কাবুড়ি ভুলেছে ঘুম
চাঁদের প্রতীক্ষাতে।।

ঘুম ঘর