প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, December 6, 2015

মুহুর্তিকা



মুহুর্তিকা
দেবভাষায় নামটি তোমার “মুহুর্তিকা”।
-সহজ কথায় খান্‌কী তুমি বা গণিকা।
মুহুর্তে কি মোক্ষ মেলে তোমার দেহে?
নীরব থাকেন রাজ পুরোহিত, চলন্তিকা।

মুহুর্তে কি মোক্ষ মেলে তোমার দেহে?
না’কি তোমায় মুহুর্তেই মর্ম থেকে
মোক্ষম সেই মুহুর্তেরা ফুরিয়ে গেলে
তাড়িয়ে দেওয়া যায় বেওয়ারিশ লাশের মতো?
তোমার বুঝি মর্মে কোনোই হয়না ক্ষত?

পঞ্চস্বামী কিংবা কামুক ছয় দেবতার
সঙ্গে তুমুল রমন করেও সাধ্বী যারা
মুহুর্তে কি মোক্ষ তবে দেয়নি তারা?
মোক্ষম সেই মুহুর্তেরা ফুরিয়ে গেলে
তাদের দেহেও মাংস ছাড়া আর কি মেলে?

অনেক জন্ম তোমার দেহের যজ্ঞহোমে
অদ্যাবধি শুদ্ধ আমি –মুহুর্তিকা –
মোক্ষ আমার তোমার স্তনসন্ধি ছায়ে
গড়িয়ে নামা একটি নীরব অশ্রুরেখা।।

ঘুম ঘর