“হারামির হাতবাক্স”
হারামি, তোর হাতবাক্সে
আমি
দেখেছি ন্যাংটো ফটো – বৌ,দিদি আর মাসিদেরও।
দেখেছি কন্ডোমের সঙ্গে শতনাম,হনুমান চালিশা, সিঁদুর-
বাইবেলের ছেঁড়া পৃষ্ঠা, গীতাঞ্জলী, দাস ক্যাপিটেল
এবং কথামৃত, মেয়েলী অক্ষরে লেখা শাক্ত পদাবলীঃ
“গো তোমার ‘অবিহনে’ আমার সে চুসিপুসিগুলি...”
হারামি, তোর হাতবাক্সে
আমি
দেখেছি আত্মকথা, আত্মগ্লানি,কৌমুদী ও পাপ।
প্রায়শ্চিত্ত অভিপ্রায়ে হাতবাক্স যেই
ছুঁড়ে ফেলে দিতে গেছি খিড়কি পুকুরে
তখুনি সে বাক্স থেকে কমনীয় আপেল সমেত
বেরিয়ে এসেছে এক কালোপিঠ কৃষ্ণকলি সাপ!
তোর হাতবাক্স ফের সেই থেকে আগ্লে আছি আমি।
সাবধানে এ গুপ্তধন নাড়াচাড়া করি প্রতিরাতে –
কে যেন কাঁধের পাশে ফিস্ফিসিয়ে বলেযায়
‘হারামি...হারামি’...