প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Thursday, December 24, 2015

পথকথা



পথকথা
“Enter ye in at the strait gate: for wide is the gate, and broad is the way, that leadeth to destruction, and many there be which go in thereat:
Because strait is the gate, and narrow is the way, which leadeth unto life, and few there be that find it.” Matthew 7:13-14

যে পথে  সকলে যেতে পারে
চোখ বুঁজে, রাতে, অন্ধকারে-
আমি হবো ছায়াগাছ এক
সে সুগম পথের কিনারে...

যে পথ সুগম নয়, প্রিয়,
আমাকে সে পথে যেতে দিয়ো-
-সরু পথ – খাদের কিনারে –
সূচীভেদ্য নিকষ আঁধারে...

পথশেষে তোমাকে কি পাবো?
অন্যথায় খাদে ঝরে যাবো...

ঘুম ঘর